
মালদা, ২৪ জুন : কালিয়াচক হত্যাকান্ডের ঘটনায়দুই রাজসাক্ষীকে বৃহস্পতিবার তোলা হল মালদা জেলা আদালতে।বৃহস্পতিবার দুপুরে আরিফ মহম্মদ এবং তার মামা শীষ মহম্মদকে আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে তাদের জবানবন্দি নেওয়া হবে।
উল্লেখ্য ঘটনার মূল অভিযুক্ত আসিফ মহম্মদের দাদা আরিফ মহম্মদের অভিযোগের ভিত্তিতে পরিবারের চার সদস্যকে খুনের দায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।উল্লেখ্য ইতিমধ্যে আসিফকে ১৪দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তার দুই বন্ধু সাবির আলি ও মেহফুজ আলমকেও নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করেকালিয়াচক থানার পুলিশ। এদিন তাদেরও আদালতে পেশ করে পুলিশ।এদিন এই দুজনকে দশদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি তাদের কাছ থেকে আর কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। অন্যদিকে ঘটনার মূল সাক্ষী আরিফ মহম্মদ ও শীষ মহম্মদের জবানবন্দী নিয়েছেন ম্যাজিস্ট্রেট।
সরকারী আইনজীবি দেবজ্যোতি পাল জানিয়েছেন, মূল আসিফের বন্ধু মেহফুজ আলম ও সাবির আলিকে ফের দশদিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক। তাদের পক্ষে কোন আইনজীবি নিয়োগ করা হয়নি পরিবারের তরফে। অন্যদিকে ঘটনার মূল সাক্ষী আরিফ মহম্মদ ও শীষ মহম্মদের সাক্ষ্য থেকে ঘটনার অনেক কিছুই জানা যেতে পারে। মূল অভিযুক্ত যে ডার্ক ওয়েব থেকে অস্ত্র কিনেছিল তা বলাই বাহুল্য। যদিও তাদের কাছ থেকে আর কোন অস্ত্রশস্ত্র উদ্ধার হয়নি। তবে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো কিছু জানতে পারবে বলে জানিয়েছেন সরকারী আইনজীবি দেবজ্যোতি পাল।
আরও খবর পড়ুন :আম রপ্তানির গুণমান বৃদ্ধিতে প্যাক হাউস খোলার পরিকল্পনা জেলা প্রশাসনের
