চাঁচল, ২৫ জুন : গ্রামে মাদকের কারবার বন্ধের দাবিতে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল এলাকাবাসীরা। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের রামনগর গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ, প্রায় বছর দূয়েক ধরে গ্রামে চলছে মাদকের রমরমা কারবার।এলাকার কিশোর-যুবকেরা নেশার ফাঁদে পড়ে বিপথগামী হচ্ছে।টাকা না পেয়ে বাড়ির জিনিস চুরি করছে।
এমনকী নেশাগ্রস্তদের বিশৃঙ্খলার জেরে বিঘ্নিত হচ্ছে গ্রামের পরিবেশ। ফলে নেশাগ্রস্তদের আতঙ্কে প্রকাশ্য দিনের আলোয় গ্রামের রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছেন গ্রামের মহিলারা। শুক্রবারও দুজন খদ্দেরকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা।তাদের কাছে কিছু পরিমাণ মাদক দ্রব্য পাওয়া গেছে।এই ঘটনায় গ্রামের হামেদ আলী, কুরবান আলী নামে দুই মাদক কারবারির নামে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। বহুবার প্রশাসনকে এবিষয়ে জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এমনকী মাদক কারবার রুখতে পুলিশ অভিযান চালালে সাময়িক মাদক কারবার বন্ধ হলেও কিছুদিন যেতে না যেতেই ফের তা শুরু হয়ে যায়। এই ঘটনায় এদিন চাঁচল-আশাপূর রাজ্য সড়কের শহরবাগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।গ্রামের বাসিন্দা গৃহবধূ শেরিনা বিবি অভিযোগ করে বলেন, রামনগরের হামেদ ও কুরবান আলীর পরিবার মাদক দ্রব্য জাতীয় দ্রব্য বিক্রির সঙ্গে যুক্ত। নেশাগ্রস্তদের জন্য এলাকার মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে।পুলিশকে জানিয়েও কোনো লাভ হয় না। ফলে গ্রামবাসীরা নিজেরাই মাদক কারবার বন্ধে বিক্ষোভে সামিল হয়েছে।যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় দুই মাদকজাতীয় কারবারী ও দুজন আসক্তকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনসুত্রে।চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল জানান, এদিন গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যারা এই মাদক কারবারের সঙ্গে যুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন : সংস্কারের অভাবে ফের নদী ভাঙনে জেরবার এলাকাবাসীরা