একই রাতে বেশ কয়েকটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি

ইটাহার, ১৯ জুলাই : একই রাতে বেশ কয়েকটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। সোমবার সকালে দোকান খুলতে এসে বিষয়ে নজরে পরে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের কাজল বাড়ি মোড় এলাকায় অবস্থিত সোনার দোকানের মালিক দিলীপ সরকার এবং সুরুন এক অঞ্চলের সুরুন বাজার এলাকায় অবস্থিত সোনার দোকানের মালিক রঞ্জিত মন্ডলের।

দুটি দোকান মিলিয়ে প্রায় ষাট হাজার টাকার জিনিস খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে।অন্যদিকে, গুলন্দর দুই অঞ্চলের পারাহড়িপুর এলাকায় এক সোনার দোকানের শাটার ভাঙ্গার চেষ্টা করলেও দুস্কৃতিরা সফল হয় নি। সবকটি ঘটনার পরিপ্রেক্ষিতেই ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও খবর পড়ুন : আত্মঘাতী স্বামী স্ত্রী। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Next Post

কংগ্রেসের বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

Tue Jul 20 , 2021
রায়গঞ্জ, ২০ জুলাই : স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিন বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা দেবেশ বর্মন প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যাতেও চা খেতে বাড়ি থেকে বের হয়েছিলেন। অনেক রাত হয়ে গেলেও দেবেশ বাবু বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দারা বাড়ি থেকে কিছুটা দূরে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম