ইটাহার, ৬ সেপ্টেম্বর : ভ্যাকসিনের কুপন না মেলায় সোমবার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের কুরমানপুর উপস্বাস্থ্য কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভের মুখে পড়েন আশা কর্মীরাও। পরে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কুরমানপুর গ্রামের ওই উপস্বাস্থ্যকেন্দ্রের অধীনে একাধিক গ্রাম রয়েছে। কিন্তু শুধুমাত্র আবাদপুর গ্রামের বাসিন্দাদেরই এদিন টিকার কুপন দেওয়া হয়। এই ঘটনায় কুরমানপুর ও পাশ্ববর্তী গ্রামের বাসিন্দারা ওই স্বাস্থ্যকেন্দ্রের আওতায় হলেও সেসমস্ত গ্রামে কোনো কুপন দেওয়া হয়নি বলে অভিযোগ। আর এনিয়ে সোমবার স্বাস্থ্য কেন্দ্র খুললে উপস্বাস্থ্য কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। আশা কর্মীরা ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন ধরে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন মিলছে না। আবাদপুর গ্রামে ১০০ কুপন বিলি করা হয়েছে। অথচ কুরমানপুর সহ অন্যান্য গ্রামে একটিও কুপন দেওয়া হয় নি। তারই প্রতিবাদে উপস্বাস্থ্য কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই বিক্ষোভ আন্দোলনের জেরে ব্যহত হয় টিকাদান প্রক্রিয়া। ঘটনাস্থলে হাজির আশা কর্মী গীতা বিশ্বাস বলেন, একটি সিস্টেমের মধ্য দিয়ে তাদের কাজ করতে হচ্ছে। এক একটি গ্রাম সম্পূর্ণ করার পর আরেকটি গ্রামে কুপন দেওয়া হচ্ছে। একই সঙ্গে সমস্ত গ্রামে কুপন বিলি করা সম্ভব নয়। তাহলে কয়েকশো মানুষের ভিড়ে প্রতিদিন বিশৃঙ্খলা সৃষ্টি হবে৷ স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো তাদের এভাবে কাজ করতে হচ্ছে। আবাদপুর গ্রামে কুপন দেওয়ার কাজ শেষ হলে পরবর্তী গ্রামে কুপন দেওয়া হবে। এদিনের ঘটনা সম্পর্কে প্রশাসনকে জানানো হয়েছে।’ এদিকে খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে পরে তালা খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।