ইটাহার, ৪ সেপ্টেম্বর : এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের ভদ্রশিলা রানিপুর এলাকার ডঃ মেঘনাথ সাহা কলেজ মোড় এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম পলাশ দাস। কলেজ মোড়ে তাঁর একটি কম্পিউটার নেটওয়ার্কিং এর দোকান ছিল।
স্থানীয় সুত্রে জানা যায়, কিছুদিন আগে ওই যুবক জেল থেকে ছাড়া পেয়ে বাড়ী ফিরেছে। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করে সে। এরপরই এদিন সকালে বাড়ীর পেছনের বাগান থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, দুজন অসাধু ব্যক্তি মিথ্যে মামলায় তাঁকে ফাঁসিয়ে দেয়। সেই কারণেই এই মর্মান্তিক মৃত্যু কিনা তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই সুইসাইড নোটে বেশ কয়েকজনের নাম উল্লেখ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকায়।