গাজোল, ১৯ জুলাই : স্বামী ও স্ত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাজোল ব্লকের সরকার পাড়া এলাকায়। জানা যায়, সোমবার সকালে রুপা উপাধ্যায় নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ফাঁসি দেয়।
এরপর তাঁর স্বামী বাবু উপাধ্যায় প্রতিবেশীদের খবর দিলে তারা ছুটে এসে ওই গৃহবধূকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর স্বামীও বিষপান করে আত্মঘাতী হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। এরপর সেখান থেকে এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। যদিও আত্মহত্যার কারণ জানা যায় নি। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে এলাকাজুড়ে
আরও খবর পড়ুন : প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় নদী পারাপার জন্যে নৌকাই একমাত্র ভরসা গ্রামবাসীদের