ইটাহার, ২১ জুলাই : এক গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কাঁপাশিয়া অঞ্চলের ছিলামপুর গ্রামে। পুলিশ সুত্রে জানা যায়, মৃতার নাম সাবিনা বিবি।জানা গিয়েছে, গত পাঁচ বছর আগে সাবিনা বিবির সঙ্গে বিয়ে হয় হারুন অল রসিদের।
সে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত, তবে করোনা আবহে লকডাউনের জেরে বাড়ী ফিরে এসে এখানেও শ্রমিকের কাজ করত। বছর খানেক ধরে ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে এদিন অভিযোগ করেন মৃতার বাবার বাড়ীর লোকেরা। অত্যাচারের জেরে মাঝে মধ্যেই ওই গৃহবধূ বাবার বাড়ি চলে আসতো বলে জানা যায়। গত দুই দিন আগে আবারো সাবিনার উপর অত্যাচার হলে ছিলিমপুর গ্রামে বাবার বাড়িতে চলে আসে সে। তবে মঙ্গলবার রাতে হারুন অল রসিদ সাবিনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় বলে জানান মৃতার বাবা আমেনুল রহমান। এরপর এদিন সকালে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে সাবিনার গলা কাঁটা দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরিপ্রেক্ষিতে হারুন অল রসিদ সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মৃতার বাবার বাড়ীর পক্ষ থেকে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।