নিউজ ডেস্ক : বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের জন্য বিশেষ উদ্যোগ গৃহীত হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। প্রায় এক বছর ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের নিঃশুল্ক পাঠদান কর্মসূচি। মূলতঃ সক্ষম অর্থাৎ সমদৃষ্টি ক্ষমতাবিকাশ ও অনুসন্ধান মন্ডল এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রয়াসে গত বছর ১৮ই জুলাই এই মহান কর্মযজ্ঞের সূচনা হয়েছিল। এর উদ্বোধন করেছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি ও জেলা বিচারক।
আরও দেখুন –শিশুকে বেঁধে মারধর করে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
গুটি গুটি পায়ে চলতে চলতে এক বছর অতিক্রান্ত। বিশেষ অনুষ্ঠান ছাড়া কখনও এই শিক্ষন কর্মসূচি বন্ধ হয়নি। এখানে শুধুমাত্র রায়গঞ্জ নয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দিব্যাঙ্গ পড়ুয়ারা এসে পাঠ গ্রহন করেন। এই উদ্যোগে সর্বত ভাবে বিশ্ববিদ্যালয় সহযোগীতা করেছে। এগিয়ে এসেছে সর্বশিক্ষা মিশনও।সপ্তাহে ছুটির দিন অর্থাৎ শনি ও রবি বার এই কর্মদ্যোগ চলে। বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়ারা এখানে শিক্ষকের ভূমিকা পালন করেন। দিনকে দিন পড়ুয়ার সংখ্যা বাড়ছে।
আরও দেখুন –শিক্ষকের অভাবে ব্যাঘাত ঘটছে পঠনপাঠনে
এই উদ্যোগে খুশী অভিভাবকরা। ইটাহারের বৈদড়া থেকে এখানে এসেছেন হাবিবা বিবি। তার ছেলে কে এনেছেন পাঠ গ্রহনের জন্য। খুব উপকৃত হয়েছেন বলে জানান তিনি।এই কেন্দ্রের শিক্ষক রবি কুমার দাস জানান, এই পড়ুয়াদের সাথে সপ্তাহে দুদিন থাকতে পেরে তিনি খুশী। তাদের থেকে তিনিও অনেক কিছু শিখছেন।