আবাস তালিকায় মৃত ব্যক্তির নাম। রয়েছে শাসকদলের পঞ্চায়েত সদস্যার নামও। যদিও বাদ পড়েছে যোগ্যদের নাম। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বঞ্চিতরা। ঘটনাটি ঘটেছে
মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সাইরা গ্রামে।
গ্রামের উপর দিয়ে হাই ভোল্টের বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের
ওই এলাকার বাসিন্দা রাজিব মিয়ার অভিযোগ প্রথমে তালিকাতে নাম থাকলেও দুইবার সার্ভে হওয়ার পর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেছে। কিন্তু এলাকায় যাদের পাকা বাড়ি তাদের নাম আছে আবাস তালিকায়। এক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী আহমেদ হাসানের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এমনকী রয়েছে পঞ্চায়েত সদস্যার মৃত ভাসুর মেহেদী হাসানের নামও। গোটা ঘটনায় ব্লক প্রশাসনের কাছে পুন: তদন্তের অভিযোগ জানিয়েছেন রাজীব।
কম পরিমানে ধান ক্রয়ের অভিযোগে বিক্ষোভ, কিষাণ মান্ডিতে উত্তেজনা
যদিও পঞ্চায়েত সদস্যা কোহিনূর বেগমের স্বামী আহমেদ হাসান দাবী করেছেন তার কাছে এখনো কোন তালিকা এসে পৌঁছয়নি।তবে মৃতদের পরিবার এবং তারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য বলে দাবী তার।অন্যদিকে পঞ্চায়েত প্রধান ধর্মা মন্ডল জানিয়েছেন , মৃত ব্যক্তির নাম ২০১৮সালের তালিকায় ছিল। তবে পঞ্চায়েত সদস্য হলেও পাকা বাড়ি না থাকলে সেও ঘর পাওয়ার যোগ্য।