চাঁচল, ১৯ জুন : নির্মাণকাজ সম্পন্ন হওয়ার তিনমাসের মধ্যে ফুটে উঠেছে রাস্তার কঙ্কালসার চেহারা।বেহাল রাস্তা পুনঃনির্মাণের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা। শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল পাঞ্চালি এলাকায়। উল্লেখ্য, চাঁচলের পাঞ্চালি এলাকা থেকে ওমরপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী প্রায় ২০টির বেশি গ্রামের মানুষ যাতায়াত করে। তিনমাসেই আগে রাস্তাটি নতুন করে নির্মাণ করা হয়।কিন্তু এই কয়েকমাসের মধ্যে রাস্তা ভেঙ্গে গিয়ে ছোটবড় গর্ত তৈরি হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে বর্ষার শুরুতেই চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা কর্দমাক্ত এই পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আট থেকে আশি সকলেই।এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হয় গাড়িচালকদেরও।ফলে প্রায়শই ছোটখাটো দূর্ঘটনা ঘটছে। নির্মানের তিন মাসের মধ্যে রাস্তার এই বেহাল দশার কারণে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে।বেলাল হোসেন নামে এক এলাকাবাসী জানিয়েছেন, তিনমাস আগেই এই রাস্তাটি তৈরি হয়। কিন্তু এত অল্প সময়ের রাস্তাটি ভেঙ্গে গিয়েছে। অতীব নিম্মমানের সামগ্রী দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে বলে কয়েকদিন যেতে না যেতেই এই অবস্থা। ফলে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে। ফলে বিক্ষুব্ধ এলাকাবাসীরা শনিবার রাস্তায় ধানের চারা রোপণ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়। অবিলম্বে এই বেহাল রাস্তা পুনঃসংস্কারের দাবী জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। যদিও প্রায় দুঘন্টা পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।তবে রাস্তার সংস্কার না হলে পুনরায় তারা আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারী দিয়েছেন এলাকার বাসিন্দারা।
Next Post
একই পরিবারের চারজনের খুনের ঘটনায় নতুন মোড়, তদন্তে উঠে এল বিভিন্ন তথ্য
Sat Jun 19 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email মালদা, ১৯ জুন : মালদার কালিয়াচকের একই পরিবারের চারজনকে খুনের ঘটনার তদন্তে উঠে এলো নতুন মোড়। ঘটনায় গ্রেফতার হয়েছে ছোট ছেলে আসিফ মহম্মদ। শনিবার কালিয়াচকের পুরাতন ১৬মাইল এলাকায় থাকা ওই বাড়িতে গিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই চারজনের দেহ […]

আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
করোনা আক্রান্ত বিদ্যালয়ের প্রধান ক্লার্ক