চোপড়া , ৫ই আগস্ট : রাস্তা তো রয়েছে বহু রকম কিন্তু এই রাস্তা যেন সবার থেকে আলাদা। কারণ এই রাস্তার মাঝ দিয়ে বইছে জল। অবাক করা এই রাস্তার দেখা মিলবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের মলানীগছ এলাকায়।
মলানীগছ থেকে টেপাগাও পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার মধ্যে তৈরি হয়েছে বিশালাকৃতির গর্ত। এই মাটির রাস্তা ব্যবহার করে যাতায়াত করে স্কুলপড়ুয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। রাস্তা পেরোনোর ক্ষেত্রে সঙ্গে রাখতে হয় অতিরিক্ত একসেট কাপড়। রাস্তার মাঝে জলভর্তি গর্ত পেরোতে গিয়ে ভেজা জামাকাপড় বদলে নিতে হয় পাশেই কোন বাড়িতে। দুচাকা-চারচাকা তো দূরঅস্ত সাইকেল নিয়ে যাতায়াত ঝক্কি এই রাস্তায়। রাস্তার হাল পরিবর্তনে বেশ কয়েকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্থানীয় বাসিন্দারা। যদি দূর্ভোগের অবসান ঘটেনি। ফলে এভাবে যাতায়াতে সমস্যায় পড়তে হলেও এটিকেই স্বাভাবিক মেনে নিয়েছে তারা। তবে রাস্তার ওই জলমগ্ন অংশে যাতায়াতের জন্যে বাঁশের সাঁকো নির্মাণ করছে গ্রামবাসী নিজেরাই। চলাচলের সমস্যায় সাময়িক সমাধানে সন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।