জলপাইগুড়ি তে গণধর্ষণে কি আসে যায়, পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ তো আসলে রিয়ার গাঁজা সাপ্লাইতে

সুমন ভট্টাচার্য, ৯ সেপ্টেম্বর :  ঘটনা ১…   উত্তরবঙ্গের জলপাইগুড়ির রাজগঞ্জে দরিদ্র, নিম্নবিত্ত পরিবারের দুই বোনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। লজ্জায়,অপমানে বড় বোনটি আত্মঘাতী হয়েছে,আর ছোট বোনটি চিকিৎসাধীন।
ঘটনা ২…   মাদক রাখার অভিযোগে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেফতার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, সিবিআই এর যে তদন্তে রিয়া অন্যতম অভিযুক্ত, সেই মামলাতেও রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

তথাকথিত প্রগতিশীল সংবাদপত্রের প্রথম পাতার এককোণে জলপাইগুড়ির গণধর্ষণের খবর আর শিরোনামে রিয়া চক্রবর্তী র খবর দেখতে দেখতে মনে হল,এই না হলে পুরুষতন্ত্রের বিরুদ্ধে জেহাদ !!! মহিলাদের অধিকারের দাবিতে সরব সেই না পড়লেই পিছিয়ে পড়তে হয় সংবাদপত্রের ভারি সম্পাদকীয় এবং তার চাইতেও বিশ্লেষণাত্মক উত্তর সম্পাদকীয় দেখতে দেখতে মনে পড়ল, এই পত্রিকাগোষ্ঠীতেই কোন মহিলা মালিক হতে পারেন না। তাই বড় ভাই এর যেহেতু সন্তান রা কন্যা, সেহেতু সম্পাদকীয় কর্তৃত্ব এবং মালিকানা মেজ ভাইকে এবং মেজ ভাইয়ের পুত্রকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে…

লিখেছেন – সুমন ভট্টাচার্য

তবেই তো এই পত্রিকাগোষ্ঠীর চ্যানেল এবং সংবাদপত্রে নারীর অধিকার নিয়ে তাত্বিক আলোচনা হয়…

এই পত্রিকাগোষ্ঠীর সঙ্গে যুক্ত লেখিকারা সোশ্যাল মিডিয়ায় পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলেন…

ইন্টারেস্টিং না ?

এমনিতে রিয়া চক্রবর্তীকে বা সমাজের অন্য সমস্ত সুবিধাভোগী মহিলার হয়ে গলা ফাটানোটা ফ্যাশনেবল…টি শার্ট পরলে আর টুইট করলেই হয়ে যায়…

জলপাইগুড়ির রাজগঞ্জ এ গণধর্ষণ টা তুলনায় অনেক দূরের বিষয়…একটি মেয়ে আত্মঘাতী হলেই হেডলাইন করতে হবে নাকি??

অকাট্য যুক্তি

শুধু বুঝিয়ে দেয় মেইনস্ট্রিম মিডিয়া আসলে কতটা সিলেক্টিভ… আসলে সত্যি সত্যি নারীর অধিকার নিয়ে কতটা ভাবে…

বলিউড সেলিব্রটিদের মধ্যেও একটি অংশ রিয়া চক্রবর্তীর গ্রেফতারির মধ্যে পুরুষতন্ত্রকে খুঁজে পেয়েছেন। এবং প্রতিবাদে সরব হয়েছেন। বিদ্যা বালান, করিনা কাপুর খান, শিবানী দান্ডেকর, সোনম আহুজা…

না, এই বলিউড সেলিব্রিটিদের কাছ থেকে জলপাইগুড়ির রাজগঞ্জে গণধর্ষণের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া আশা করছি না…কলকাতার প্রগতিশীল লেখক লেখিকারাই বলেন না তো বলিউডের সেলিব্রিটিরা!!

কিন্তু পুরুষতন্ত্রের বিরুদ্ধে ওনাদের প্রতিবাদের ট্র্যাক রেকর্ড টা একটু দেখে নেওয়া যাক…

বিদ্যা বালান।  আদতে দক্ষিণের, এই নায়িকা শবরীমালা মন্দিরে মেয়েদের ঢুকতে দেওয়ার অধিকার বা সেই আন্দোলন নিয়ে কোনোদিন মুখ খুলেছেন?? সেই নিয়ে সুপ্রিম কোর্টের রায় বা মহিলাদের ঢোকার চেষ্টা নিয়ে একটি বিবৃতি??

করিনা কাপুর খান। যেহেতু নামের সঙ্গে খান জুড়ে নিয়েছেন,তাই ধরে নেওয়া ভাল,উনি মুসলিম মহিলাদের অধিকার নিয়ে সরব হবেন। করিনা কাপুর খান কেনোদিন মুসলিম মহিলাদের তিন তালাক নিষিদ্ধ করার আন্দোলন নিয়ে কিছু বলেছেন?? বা মুসলিম মহিলাদের সম্পত্তির অধিকার নিয়ে??

প্রতিবাদী করিনা কাপুর খান তো নিজের সৎ কন্যা, সারা আলি খান, যাঁর সঙ্গে নাকি সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক ছিল বলে গুজব, ডেকে বলতে পারেন, তুমি কেন খান লেখ?? মায়ের পদবি সিং লেখ??

পতৌদিদের বাড়ির বৌ হয়ে খান হয়ে যাওয়া করিনা তাই পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের জন্য রিয়া চক্রবর্তীর টি শার্ট এর ক্যাচলাইন কেই বেছে নিয়েছেন…

ভাল| আসলে এখনও এরা দেওয়াল লিখন টা পড়তে পারছেন না।

রিয়া চক্রবর্তীর মেন্টর মহেশ ভাট এর সাম্প্রতিকতম রিলিজ, সড়ক টু এর প্রতি দর্শকদের প্রতিক্রিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে ডুবে যাওয়ার পরও এরা বুঝতে পারছেন না, দেশের মানুষের রায় কোনদিকে….

 

আরও পড়ুন –  এবারে কঙ্গনার বিরুদ্ধে ট্যুইট অভিনেত্রী নগমার

Next Post

পারিজাত, মাগুরশালের মতো চালের স্বাদ ফিরতে চলেছে । সৌজন্যে ফিয়াম

Wed Sep 9 , 2020
নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৯ সেপ্টেম্বর :  হারিয়ে যাওয়া ধানের প্রজাতিগুলিকে পুনরায় সংরক্ষন করে কৃষকদের হাতে তুলে দেওয়ার কাজ দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে “ফিয়াম” নামে একটি সংস্থা। রায়গঞ্জের হাতিয়ায় প্রায় আড়াই বিঘা জমির উপর গড়ে উঠেছে ফিয়ামের গবেষনাগার। এই জমিতে দেশের বিভিন্ন প্রান্তের হারিয়ে যাওয়া ধানের চারার পরীক্ষামূলক চাষ […]

আপনার পছন্দের সংবাদ