নিউজ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হল। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) রহস্যমৃত্যুর তদন্তে মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে এই দুই ভাই-বোনকে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।
এবিষয়ে এনসিবি তদন্তের স্বার্থে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিং, সারা আলি খান সহ বেশ কিছু তারকাদের তলব করা হয়েছে। এনসিবি এদিন রাকুল প্রীত সিংকে প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। জানা গেছে, জেরায় অভিনেত্রী চারজন সেলিব্রিটির নাম প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন যে ক্ষিতিজ প্রসাদ তাদের কাছে মাদকদ্রব্য সরবরাহ করেছিলেন। অভিনেত্রী রাকুল প্রীত সিং রিয়া চক্রবর্তীর সাথে ‘ড্রাগ চ্যাট’-এর কথা স্বীকার করলেও মাদকদ্রব্য সেবন বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন।