জন্মদিন শুভেচ্ছায় কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে

নিউজ ডেস্ক , ৯ সেপ্টেম্বর  :  ৮ই সেপ্টেম্বর আশা ভোঁসলে (Asha Bhonsle) তার ৮৭ তম জন্মদিন পালন করলেন। বয়স বাড়লেও মনের বয়স যে বাড়তে দিতে নেই সেই বার্তাই যেন জানালেন তিনি। চিরসবুজ এই লিভিং লেজেন্ড স্যোশাল মিডিয়ায় জানান, ৮৭ বছর বয়সী হলেও তিনি নিজেকে এখনও ৪০ বছরের মতো বোধ করেন। তার জন্মদিনে, আশা ভোঁসলে নিজের একটি ছবি শেয়ার করেছেন এবং সমস্ত শুভেচ্ছার জন্য তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

 

https://www.facebook.com/ashabhosleofficialpage/videos/749061325926950/?t=276

 

বোনের জন্মদিনে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরও স্যোশাল মিডিয়ায় তাঁর জন্য একটি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজের এবং আশা ভোসলে একটি থ্রোব্যাক ফটো পোস্ট করেছেন এবং আজীবন গান গাইতে থাকা ও সর্বদা সুখী থাকার আশীর্বাদ করেন।

https://www.instagram.com/p/CE3cpaen300/?utm_source=ig_web_button_share_sheet

শুভেচ্ছা জানিয়েছেন অপর লিভিং লেজেন্ড এ আর রহমানও :

https://www.instagram.com/p/CE3vlWGgGgC/?utm_source=ig_web_button_share_sheet

 

 

১৯৪৩ সাল থেকে হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষার সিনেমায় নেপথ্য সঙ্গীত গেয়েছেন তিনি। আশা ভোঁসলে ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে একজন। নিজের সঙ্গীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। বলা হয় তিনি ১২০০০ এরও বেশি গান গেয়েছেন। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন। ২০০৮ সালে তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে ভারত সরকার। ইয়ে মেরা দিল (ডন, ১৯৭৮), হনে লাগি হৈ রাত (নায়না, ১৯৭৩), পিয়া তু আব তো আজা (কারওয়ান ১৯৭১), পর্দে মে রেহনে দ (শিকার) ১৯৬৮), দিল চিজ কে হ্যায় (উমরাও জান, ১৯৮১) সহ তার গাওয়া অসংখ্য গান চিরকাল জনপ্রিয়তার শিখরে থাকবে।

 

 

আরও পড়ুন –  আই পি এলের প্রস্তুতি খতিয়ে দেখতে দুবাই উড়ে গেলেন সৌরভ

 

Next Post

অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশী যুবক

Wed Sep 9 , 2020
নিউজ ডেস্ক, ইংরেজবাজার ৯ সেপ্টেম্বর :  বৈধ কাগজপত্র না থাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশী যুবক। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের কুমার মোড় এলাকায়। মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে গৌড় কন্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই বাংলাদেশী যুবককে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে […]

আপনার পছন্দের সংবাদ