নিউজ ডেস্ক , ০২ ডিসেম্বর : জামিন পেলেন ড্রাগ মামলায় অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী। স্পেশাল এনডিপিএস কোর্ট বুধবার জামিন মঞ্জুর করে তার। উল্লেখ্য, রিয়ার ভাই শৌভিককে ড্রাগ কান্ডে জড়িত থাকার অভিযোগে ৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে একাধিক সেলেবদের ড্রাগ সংক্রান্ত লেনদেন বিষয়ে নাম জড়ায়। নাম জড়ায় ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাইএরও। বিশেষ আদালত এবং মুম্বই হাইকোর্ট সৌভিকের জামিন নাকচ করে দেয়। ৭ নভেম্বর সৌভিক মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে জামিনের আবেদন করেন। প্রায় এক মাস আগে উচ্চ আদালত সৌভিকের জামিনের আবেদন খারিজ করে দেয়। এদিন অবশেষে জামিন হল তার।