এবারে কঙ্গনার বিরুদ্ধে ট্যুইট অভিনেত্রী নগমার

এবারে কঙ্গনার বিরুদ্ধে ট্যুইট অভিনেত্রী নগমার

নিউজ ডেস্ক, ৯ সেপ্টেম্বর :    কঙ্গনা রাণাওত মহারাষ্ট্রের মুম্বাইয়ের নাম নষ্ট করছে। বিশ্বজুড়ে মুম্বই মহারাষ্ট্রের নাম খারাপ করার কাজ করছেন। এমনকি তিনি পুরো বলিউডের নাম খারাপ করছেন। নেপোটিজম দিয়ে বক্তব্য শুরু করে ইনসাইডার ভার্সেস আউটসাইডার এর পরে মুম্বইকে ‘ পাকিস্থান অধ্যুষিত কাশ্মির’ বলা অগ্রহণযোগ্য বলে এবারে অভিহিত করলেন অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী নগমা।

নিজের ভ্যারিফাইয়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নিজের মত ব্যক্ত করেন তিনি। সম্প্রতি কঙ্গনা রাণাওতের সোশ্যাল মিডিয়ায় মুম্বই এবং তার পুলিশ ফোর্সের বিরুদ্ধে কমেন্ট করায় নাগমার এই প্রতিক্রিয়া ট্যুইট করেন তিনি। সোমবার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা প্রধান করে কঙ্গনাকে, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের সাথে তার বিবাদ ঘিরে।
এরপরই নাগমা টুইট করেন:

একই দিনে আরও
তিনটি টুইটে নাগমা বলেন: ” কঙ্গনা রাণাওত পরিকল্পিতভাবে এমন মন্তব্য করে যাচ্ছেন। তিনি বলিউডের সাথে সাথে পুরো রাজ্যকে নিজের আক্রোশ মেটাতে দুর্নাম করছেন। এমনকি কঙ্গনা রাণাওত সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তকে নেপোটিজম, গ্রুপিজমের মত অন্য দিকে জোর করে ঘুরিয়ে দিয়ে পুলিশের সময় ও তদন্ত নষ্ট করছেন। বিভিন্ন রাজ্য থেকে আসা অনেকেই নিজে কঠোর পরিশ্রম করেছেন এবং নিজের জন্য একটি নাম তৈরি করেছেন বলিউডে। কিন্তু কেউই তার মত মন্তব্য করেন না সেই রাজ্য তথা শহর সম্পর্কে যে তাকে সব দিয়েছিল। নগমা আরও বলেন শুধুমাত্র নিজের আক্রোশ মেটাতে বিজেপি-র হয়ে কাজ করছেন কঙ্গনা।

Next Post

অক্সফোর্ড ভ্যাকসিনে অসুস্থ এক, সাময়িক ভাবে ট্রায়াল স্থগিত

Wed Sep 9 , 2020
নিউজ ডেস্ক, ৯ সেপ্টেম্বর :    করোনা থেকে মুক্তি পেতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সাময়িক স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে এই ভ্যাকসিন নেওয়ার পর একজন অসুস্থ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অবশ্য এ নিয়ে ফার্মাসিউটিক্যাল সংস্থা আস্ট্রেজেনেকার পক্ষ থেকে বলা […]

আপনার পছন্দের সংবাদ