নিউজ ডেস্ক, ৯ সেপ্টেম্বর : ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। আনলক ফোর এ অনেক কিছুতেই ছাড় দিয়েছে সরকার। সামনেই বাঙালীর জাতীয় উৎসব দুর্গাপূজা। অন্যান্য বছর এসময় উত্তরবঙ্গের পাহাড়, জঙ্গলে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা থাকে। তবে করোনা সংক্রমনের আবহে এবছর পরিস্থিতি অনেকটাই আলাদা। তবে আনলক ৪ -এ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
ইতিমধ্যেই পাহাড় বা জঙ্গলে পর্যটন খোলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে প্রশাসন। করোনা বিধি মেনে খুলতে শুরু করেছে পর্যটন কেন্দ্রের দরজা। স্বাভাবিক হচ্ছে যানচলাচল। হোটেল,হোম স্টে, রেস্তোরা গুলিকে জীবানু মুক্ত করে পর্যটকদের উপযোগী করে তোলা হচ্ছে। অপেক্ষা শুধু পর্যটকদের আগমনের। তবে এক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা রয়েছে। ছোটো গাড়ি,বিমান চলাচলে কিছুটা ছাড় মিললেও রেল পরিষেবা অনেকটাই নিয়ন্ত্রিত। ফলে সমস্যায় পড়ছেন পর্যটকেরা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ট্র্যাভেল এজেন্সীগুলির সংগঠন। তারা জানিয়েছে অনলাইনে বুকিং এর জন্য অনেকেই যোগাযোগ করছেন। তবে রেল পরিষেবা স্বাভাবিক না হওয়ায় চিন্তা থাকছে।
ইতিমধ্যেই হোটেল,রিসর্ট গুলিকে সব ধরনের নিরাপত্তা মেনে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পর্যটকদেরও কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। গাড়িতে পাঁচজনের অধিক যাত্রী যেতে পারবেন না। সবমিলিয়ে পূজাবকাশে পর্যটকদের উত্তর বঙ্গে স্বাগত জানাতে প্রস্তুত ভ্রমন সংস্থাগুলি।