নিউজ ডেস্ক , ১২ অক্টোবর : এবারে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ভুল বয়ান দেওয়ার অভিযোগে জেরা করা হতে পারে সাক্ষীদের। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের প্রতিবেশী দাবী করেছিলো যে মৃত্যুর একদিন আগে সুশান্ত সিং রাজপুতের সাথে দেখা করেছিলো রিয়া চক্রবর্তী (Riya Chakraborty)। যদিও এই বিষয়টি সিবিআই এর কাছে প্রমাণ করতে ব্যর্থ হন তিনি। এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে তাকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, যারা ভুল সাক্ষী দিয়েছিলো তাদের প্রত্যেককেই জেরা করার পরিকল্পনা করা হচ্ছে। এবিষয়ে কিছু ব্যক্তির নামের তালিকা তৈরি করা হবে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন করা হবে। এরা প্রত্যেকেই সিবিআই-এর তদন্তকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ। উল্লেখ্য, সুশান্ত রাজপুত (৩৪)কে গত ১৪ ই জুন মুম্বাইয়ের তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। AIIMS এর রিপোর্ট অনুযায়ী এটি আত্মহত্যার ঘটনা। ঘটনার তদন্তে বারংবার জেরা করা হয় রিয়া চক্রবর্তী সহ বলিউড এর বেশকিছু সেলেব দের। ঘটনা মোড় নেয় ড্রাগ সেবন নিয়ে। এরই মধ্যে সুশান্ত সিং রাজপুত মৃত্যুর একদিন আগে রিয়া চক্রবর্তীর সাথে দেখা করেছিলেন বলে দাবি করেন তার প্রতিবেশী। যদিও তদন্তের স্বার্থে সিবিআই দলটি ওই প্রতিবেশীর সাথে দেখা করলে তিনি তা প্রমাণ করতে পারেন নি। গত সপ্তাহে বোম্বে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। তিনি ” ড্রাগ সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য” সেই অভিযোগও প্রমাণ হয়নি আদালতে।