নিউজ ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : অভিনেত্রী রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কিনা তার তদন্ত চলছে। চলছে হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে বিস্তর বিশ্লেষণ। এরই মাঝে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবার অভিযোগ যেন সত্যি হয়ে উঠছে। সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং অভিযোগ করেছিলেন রিয়া চক্রবর্তী সুশান্তের খাওয়ারের সাথে নিয়মিত বিষ মিশিয়ে খাওয়াতো।
তাই রিয়ার বিরুদ্ধে তার ছেলেকে হত্যা করার অভিযোগ তোলেন কে কে সিং। ঘটনার তদন্তে সিবিআই ও এনসবি বেশ কিছু তথ্য পায় যাতে স্পষ্ট, সুশান্ত সিং রাজপুত নিজে মৃত্যুর কোলে ঢলে পড়েননি বরং তার প্রেমিকা রিয়া চক্রবর্তী এই ঘটনায় জড়িত। বোম্বে হাইকোর্টে এন সি বি-র জমা করা এফিডেভিট অনুযায়ী রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতকে ড্রাগ দিতেন। রিয়া চক্রবর্তীর বাড়ি থেকেও প্রচুর ড্রাগ উদ্ধার করেছে এন সি বি। রিয়া চক্রবর্তী নিজেই ড্রাগ অর্ডার করতো এবং গুগল পে ও ডেভিড কার্ডের মাধ্যমে পেমেন্ট করতো। ড্রাগ দেওয়া হত দীপেশ সাওয়ান্ত ও স্যামুয়াল মিরান্ডাকে। তারাই ড্রাগ দিত সুশান্তকে।
এই ড্রাগ রিয়া নিজের জন্য না, বরং সুশান্তের জন্য অর্ডার করত। যদিও প্রশ্ন উঠেছে ড্রাগ দেওয়ার বিষয়টি কি সুশান্ত সিং রাজপুত নিজে জানতেন! যদি তিনি জানতেন তবে কেন একই বাড়িতে থাকা রিয়া চক্রবর্তীর কাছ থেকে নয়, দীপেশ আর স্যামুয়েল এর মাধ্যমে ড্রাগ কিনতেন সুশান্ত! অপর যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, রিয়া চক্রবর্তী ড্রাগ নিজের বাড়িতে মজুদ করতো। প্রয়োজনানুসারে সুশান্তকে সেই ড্রাগ সাপ্লাই দিতেন রিয়া। তাই সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ঘটনায় এন সি বি- র কড়া নজরে এখন শুধুমাত্র রিয়া চক্রবর্তী।