নিউজ ডেস্ক , বর্ধমান , ২১ সেপ্টেম্বর : বিষক্রিয়ার ফলে দুই কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার বাঁকুড়া মোড় এলাকায়। পুলিশ সুত্রে জানা যায়, মৃত দু’জনের নাম সুনীল ওরাং (১৬) এবং সন্তোষ ওরাং (১৮)। তাঁরা পুরুলিয়ার বান্দোয়ানের ধবলী এলাকার বাসিন্দা। বর্ধমানের বাঁকুড়া মোড়ের একটি গাড়ি সারানোর গ্যারেজে কাজ করতো তাঁরা।
উল্লেখ্য, রবিবার রাতে একসাথেই খেয়ে শুতে গিয়েছিল তিন কিশোর। এরপর ভোর নাগাদ তাদের শারিরীক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা সুনীল ওরাং এবং সন্তোষ ওরাং কে মৃত বলে ঘোষণা করে। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। কিভাবে তাদের শরীরে বিষক্রিয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন।
মৃত্যুর সঠিক কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি রাতে তাঁরা যে খাবার খেয়েছিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে ল্যাবরেটরিতে পাঠিয়ে ঘটনার পুর্নাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।