জলপাইগুড়ি, ১৫ মেঃ পুজার প্রসাদে বিষক্রিয়া। সেই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রচুর নিমন্ত্রিত গ্রামবাসী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার দক্ষিণ ঝাড় আলতা গ্রামে। জানা গেছে, এদিন সন্ধ্যায় গ্রামেরই এক বাড়িতে আয়োজন করা হয়েছিল মনসা ও কৃষ্ণ পুজোর। সেই পুজোয় নিমন্ত্রিত ছিল গ্রামের দুই শতাধিক মানুষ।
পুজোর প্রসাদ খাওয়ার পর থেকেই বেশ কিছু গ্রামবাসীর শুরু হয় বমি ও পেটের সমস্যা। এক এক করে একই সমস্যায় অসুস্থ হয়ে পড়ে ২৫ জন গ্রামবাসী। এদের প্রত্যেককে নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। রোগীর আত্মীয় পরিজনরা জানিয়েছেন শনিবার রাতে পুজোর প্রসাদ খাওয়ার পর থেকেই আসুস্থ হয়ে পড়ে । এদিন রাতেই এদের প্রত্যেককে ভর্তি করা হয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। খাবারে বিষক্রিয়ার কারনেই এই সমস্যা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।