পদ খোয়ালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং

নিউজ ডেস্ক, ২১ সেপ্টেম্বর :  একের পর এক বড়ো ধাক্কা। ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ খোয়ালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।  ২০১৯ সালে নির্বাচনে জিতে সাংসদ পদে আসীন হন তিনি। এরপর গোটা এলাকায় বিস্তার করেছিলেন একছত্র আধিপত্য। তবে ২০২০ সাল পড়তেই শুরু হয় তার সাম্রাজ্য ধ্বংসলীলা।

প্রথমে হাতছাড়া হয়েছে পুরসভা, তারপর হারিয়েছেন পুরপ্রধানের পদ, এরপর তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ আর এবার হারালেন ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ। রবিবার অনুষ্ঠিত হয় ভাটপাড়া-নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্কের আস্থা ভোট হয়। বোর্ড অফ ডিরেক্টরস-এ ১৫ জন সদস্য ছিলেন। ১২-০ ভোট জয়ী হললয় তৃণমূল। যদিও এদিন অনুপস্থিত ছিলেন অর্জুন সিংহ।

এই বিষয়ে টেলিফোন মারফত অর্জুন সিং এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন “আমি দিল্লিতে আছি, কী করে মিটিং হল? বন্দুকের নল ঠেকিয়ে ভয় দেখিয়ে ভোট করিয়ে নিল, চক্রান্ত করে আটকানো হয়েছে। উল্লেখ্য দুই বছর আগে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সেই অনুযায়ী তদন্ত শুরু করে পুলিশ। ২০১৮ সালের অক্টোবর মাসে দু’দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসাবে ভাটপাড়া পুরসভার ঠিকাদার অভিজিৎ চক্রবর্তীকে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু সেই টাকা নাকি অভিজিৎ চক্রবর্তীর পরিবর্তে অন্যের অ্যাকাউন্টে চলে যায়। এই ঘটনায় ব্যাংকের তৎকালীন সি ই ও(CEO) চন্দ্রনাথ ভট্টাচার্যেরও নাম জড়ায়। তদন্তে নেমে পুলিশ একে একে চন্দ্রনাথ ভট্টাচার্য এবং অভিজিৎ চক্রবর্তীকে গ্রেপ্তার করে। ওই মামলাতেই বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের নামও জড়িয়ে যায়।

Next Post

দুর্নীতিগ্রস্ত রেশন ডিলারের বরখাস্তের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ খাদ্য দফতরে

Mon Sep 21 , 2020
নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২১ সেপ্টেম্বর : দূর্নীতিগ্রস্ত ডিলার লতিফুর রহমানকে অবিলম্বে বরখাস্তের দাবিতে সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত খাদ্য ও সরবরাহ দপ্তরে বিক্ষোভ দেখালেন ইটাহারের বালিজল গ্রামের প্রায় তিন শতাধিক গ্রামবাসী। তাদের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গ্রাহকদের বরাদ্দকৃত সামগ্রী ওজনে কম দেওয়ার […]

আপনার পছন্দের সংবাদ