জমি সংক্রান্ত বিবাদ ! মহিলা-পুরুষ মিলিয়ে গুরুতর জখম ৬ জন, তদন্তে নেমেছে পুলিশ

News Desk : জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম মহিলা পুরুষ মিলিয়ে ৬ জন। শুক্রবার দুপুরে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদহ চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকায়।

জানা গিয়েছে, খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকার মুসরত আলির পৈত্রিক সম্পত্তি উপরে একটি বাড়ি করছিলেন। ওই সম্পত্তি জবর দখলের চেষ্টা করে তারই প্রতিবেশী আলেক আলী ও তার পরিবারের সদস্যরা।দীর্ঘদিন ধরে তারা এই কাজ করছিলেন বলে অভিযোগ। এনিয়ে এর আগেও তাদের মধ্যে সংঘর্ষ হয়। এদিনও ওই সম্পত্তির দখল করতে এলে বাঁধা দেয় মুসরত আলি ও তার পরিবারের সদস্যরা। বাঁধা দিতেই তাদের ওপর লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় আলেক আলী ও তার পরিবারের সদস্যরা।
ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে মুসরত আলি সহ পরিবারের ৬ জন সদস্য গুরুতর ভাবে জখম হয়।

আহতরা প্রত্যেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঁচল থানায় আলেক আলী সহ বেশ কযেক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

Next Post

রকুলপ্রীত সিং কে জেরা এনসিবি-র। নাম প্রকাশ আরও চারজন সেলিব্রিটির

Fri Sep 25 , 2020
নিউজ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর :   রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হল। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) রহস্যমৃত্যুর তদন্তে মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে এই দুই ভাই-বোনকে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এবিষয়ে এনসিবি তদন্তের স্বার্থে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, […]

আপনার পছন্দের সংবাদ