আর সি টিভি সংবাদ , ১৩মার্চ :নদীতে মাছ ধরতে গিয়ে সাপের কামড় খেলো এক কিশোরী সহ দু’জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দেউড়িয়া এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে বংশীহারী ব্লকে গরম পড়তেই জলস্তর কমে যাওয়ায় টাঙ্গন নদীর মাঝখানে সৃষ্টি হয় গর্ত।
আরও পড়ুন – গ্রুপ সি চাকরি বাতিল তৃণমূল নেতার পরিবারের ৩ জন
আর এই গর্তের মধ্যে লুকিয়ে থাকে প্রচুর মাছ। সোমবার দুপুরে টাঙ্গন নদীতে এলাকার লোকজন নদীর মাঝখানে গর্তে থেকে মাছ ধরতে যায়। সেসময় গর্তে হাত দিতেই দুইজনকে ছোবল দেয় একটি বিষধর সাপ। তড়িঘড়ি তাদের উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ পাশাপাশি সে সাপটি দংশন করেছিল সেটিকেও ধরে আনা হয় হাসপাতালে। জানা গিয়েছে দুজনের নাম বছর কুড়ির বিপ্লব চৌধুরী ও বছর বারোর পায়েল রায়। নদীর গর্তে মাছ লুকিয়ে থাকলেও তাতে মাছ খাওয়ার লোভে সাপ যে থাকতে পারে সেই ধারণা ছিল না তাদের। আর সেই মাছ ধরার মোহতে পড়েই প্রাণ সংশয় দুই জনের৷