জল সংকটের দাবি তুলে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

নিউজ ডেস্ক: দিনাজপুরের মধ্যে সবথেকে খরা প্রবণ এলাকা হল জেলার তপন ব্লক। বর্ষাকাল বাদে প্রায় সব সময় জলকষ্ট তীব্র আকার ধারণ করে। এই সমস্যা তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়। ফলে ব্যাপক সমস্যায় তপনবাসী। আর এই পরিস্থিতিতে গ্রীষ্মকালের শুরুতেই পানীয় জলের সমস্যার দাবিতে সরব হলেন তপন ব্লকের আপামোর মানুষ।

 

আরও পড়ুন সরকারি হাসপাতালে বৃদ্ধার করুন অবস্থা

 

 

তাদের দাবি, ২০১৬ সালে রাজ্য সরকারের উদ্যোগে তপন ব্লকে জল সংকট দূর করতে বড় জলের প্রজেক্টের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে তপন ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্য মাত্রা স্থির করেছিল জেলা প্রশাসন। কিন্তু সাত বছর কেটে গেলেও আজও সেই প্রকল্পের কাজ বিশবাঁও জলে। পরিস্থিতি সামাল দিতে জনস্বাস্থ্য কারিগরি দফতর ও পঞ্চায়েত সমিতি যৌথভাবে তপনের ভারিলা সহ বেশ কিছু এলাকায় মার্ক-টু-টিউবওয়েল ও জলের ট্যাপ ও ট্যাঙ্কি বসিয়েছে। কিন্তু সেগুলি থেকেও পর্যাপ্ত পরিমানে পাওয়া পানীয় জল মেলে না। ফলে অধিকাংশ ক্ষেত্রেই পুকুরের জল ব্যবহার করেন গ্রামের মহিলারা। এমনকি পিএইচ’র জল না এলে কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে হয় গ্রামবাসীদের।

আরও পড়ুন দুঃসাহসীক চুরির ঘটনায় ব্যপক চাঞ্চল্য রায়গঞ্জ শহরে

গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের শিল্পী ওঁরাও জানান, বিভিন্ন এলাকায় জলের সমস্যা রয়েছে। পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কি দেওয়া হয়েছে। পাইপ লাইনের কাজ দ্রুত শেষ হলে সমস্যার সমাধান হবে।তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডুর অভিযোগ, তপনের ভারিলা এলাকা খরা প্রবণ। পানীয় জলের সমস্যার সমাধানে তিনি সচেষ্ট হলেও শাসক দল তৎপর না হওয়ায় দ্রুত কাজ হচ্ছে না।এদিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তপনবাসী জল পাবেন বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁয়া।গ্রীষ্মের দাবদাহ শুরু হতে এখন বাকি আর কিছুটা দিন। এখন দেখার কতদিনে তপনবাসীর জলকষ্ট মেটে৷

Next Post

দত্তক শিশুকন্যাকে হত্যার অভিযোগে ব্যপক চাঞ্চল্য ছড়াল গোয়ালপোখরে

Thu Mar 16 , 2023
নিউজ ডেস্ক: দত্তক শিশুকন্যাকে হত্যার অভিযোগে ব্যপক চাঞ্চল্য ছড়াল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার খরদোপা কদমতলা এলাকায়। গত রবিবার থেকে ঐ শিশুকন্যা নিখোঁজ ছিল। এলাকা সূত্রের খবর, ২ দিন পর একটি জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম খুশী কুমারী (৩)।   আরও পড়ুন জল সংকটের […]

আপনার পছন্দের সংবাদ