আর সি টিভি সংবাদ , ০৯ মার্চ :বালুরঘাট জেলা হাসপাতালে রাত্রী নিবাসের জন্য বছরখানেক আগে একটি নবনির্মিত ভবনের উদ্ধোধন করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনও সেটি চালু হয় নি বলে অভিযোগ৷ ভবনের গেটে ঝুলছে তালা। ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনেরা রাত-বিরেতে কোথায় থাকবেন তা নিয়ে তীব্র সমস্যায় পড়েছেন। জেলা হাসপাতালে প্রতিদিনই প্রচুর রোগীর চাপ থাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীর আত্মীয় পরিজনেরা এই জেলা হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে।
আরও পড়ুন রাজনৈতিক বিবাদের জেরে চলল গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের
জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালে রাজ্য সরকারের আবাসন দপ্তর থেকে ওই ভবনটি নির্মান করা হয়। তিনতলা বিশিষ্ট ওই ভবনটিতে পুরুষ ও মহিলাদের থাকার মত ব্যবস্থা রয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের সভা থেকে ওই ভবনটির উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও এখনও তা খোলা হয়নি।সম্প্রতি রোগী কল্যান সমিতির বৈঠকে ওই ভবন নিয়ে আলোচনা হয়েছে। ওই ভবনটিকে পুরসভার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়। জানা গিয়েছে, ওই ভবনের নিচ তলায় রোগীর পরিজনদের রাতে খাওয়ারের ব্যবস্থা করা হবে আর উপরে থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু আলোচনা ও পরিকল্পনা শেষ হলেও ওই ভবনটি খোলার বিষয়ে কারও হেলদোল নেই বলে অভিযোগ। এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, ওই ভবনটি নতুন তৈরি হয়েছে। ওই ভবনে রাত্রীকালীন থাকার জন্য রোগী কল্যান সমিতিতে আলোচনা হয়েছে। ওই ভবনটি পুরসভার তত্ত্বাবধানে দেওয়া হবে। অতিদ্রুত যাতে খুলে দেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন ছাত্রীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য তদন্তে পুলিশ
এদিকে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ওই ভবনটি চালু করা নিয়ে আলোচনা হয়েছে। তবে জেলাপ্রশাসনের এখনও কোন নির্দেশ পাওয়া যায় নি। নির্দেশ বা ছাড়পত্র পেলে ওই ভবনটি তারা সাধারণ মানুষের জন্য থাকবার পরিকাঠামো প্রস্তুত করে ব্যবহারের উপযোগী করবেন৷