নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৩ নভেম্বর : ডাকঘরের গাফিলতিতে ব্যাংকে নিয়োগের মৌখিক পরীক্ষা হয়ে যাবার দুদিন পর ইন্টারভিউ কল লেটার হাতে পেলেন রায়গঞ্জ মোহনবাটীর যুবক অর্ক রঞ্জন দাস। এই ঘটনায় স্বাভাবিক কারনেই ভেঙে পড়েছে এই যুবক।।অন্যদিকে রায়গঞ্জ মুখ্য ডাকঘরের পোষ্টমাষ্টার রতন কৃষ্ণ রায় গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
উল্লেখ্য রায়গঞ্জের মোহনবাটী এলাকার যুবক অর্ক রঞ্জন রায় , ২০১৯ সালেন ডিসেম্বর মাসে ষ্টেট কো অপারেটিভ সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা দেবার পর সেখান থেকে আর কোনও যোগাযোগ করা হয়নি। বৃহস্পতিবার তার কাছে স্পীড পোষ্টে মৌখিক পরীক্ষার জন্য কল লেটার পৌঁছায়। চিঠি খুলে চক্ষু চড়কগাছ হয়ে যায় অর্কের। সেখানে জানা যায়, কো অপারেটিভের লিখিত পরীক্ষা পাশ করায় তাকে মোখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। কল লেটারে জানা গেছে, ১০ নভেম্বর সেই মৌখিক পরীক্ষা হয়ে গেছে। অথচ কললেটার এসে পৌঁছালো পরীক্ষা হয়ে যাবার দুদিন পরে। এবিষয়ে ডাকঘর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে অর্ক। অর্ক বলে,” আশা করেছিলাম চাকরী টা পেয়ে যাবো। কিন্তু ডাকঘরের গাফিলতি তে সেই সুযোগ নষ্ট হলো। পাশাপাশি কো অপারেটিভ সার্ভিস কমিশন কেনো মেইল বা মেসেজে ইন্টারভিউয়ের তারিখ জানালো না,সে বিষয়েও প্রশ্ন তুলেছে সে। অন্যদিকে রায়গঞ্জ মুখ্য ডাকঘরের পোষ্টমাষ্টার রতন কৃষ্ণ রায় জানিয়েছেন, রায়গঞ্জ শহরে ১৩ বিটের মধ্যে ৫ বিটে কর্মি আছে।বাকি আটটি বিটে কর্মি নেই। এই পাঁচটি বিটের কর্মিরাই ১৩ টি বিটের দায়িত্ব সামলাচ্ছেন। কর্মীর অভাবেই চিঠি সময় মতো বিলি করা যাচ্ছে না। ” তবে এঘটনায় ডাকঘরের গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন কর্তৃপক্ষ। অন্যদিকে সামগ্রীক বিষয় নিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে অর্ক।