নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৪ নভেম্বর : আসন্ন কালী পুজো ও দীপাবলি উৎসবের দিনগুলি নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে রায়গঞ্জ জেলা পুলিশ প্রশাসন৷ হাইকোর্টের নির্দেশ মেনে আতসবাজি ও বেআইনি মদের বিরুদ্ধে চলছে পুলিশি অভিযান ও ধরপাকড় ৷
এরই অঙ্গ হিসেবে শুক্রবার রাতে রায়গঞ্জ থানার পুলিশ অভিযান চালায় বীরঘই অঞ্চলে। সেখানে একটি দোকান থেকে প্রচুর পরিমাণে বেআইনি মদ বাজেয়াপ্ত করে। এঘটনায় ওই দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য কালী পুজো, দীপাবলির পাশাপাশি ছট পুজো পর্যন্ত উৎসবের দিনগুলি শান্তিপূর্ণ বজায় রাখতে সতর্ক রয়েছে পুলিশ। শুধু আতসবাজিই নয়, বেআইনি মদের কারবারিদের বিরুদ্ধেও সজাগ রয়েছে তারা। গোপন সূত্রে খবর পেয়েই ওই বীরঘই অঞ্চলের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়। কালী পুজো উপলক্ষ্যে ধৃত যুবক দোকানে মদ মজুত করেছিল।