নিউজ ডেস্ক , ১৯ জানুয়ারী : বালুরঘাট পৌরসভা এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
বৃহস্পতিবার ক্যারিব্যাগ বন্ধের অভিযানে গেলে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন পুরসভার কর্মী ও আধিকারিকেরা। ব্যবসায়ীদের যুক্তি, তাদের ধরার আগে যারা ক্যারিব্যাগ উৎপাদন করছে ও পাইকারী হারে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুর কর্তৃপক্ষ৷ তাহলেই ক্যারি ব্যাগ বন্ধ হবে। ব্যবসায়ীরা ইতিমধ্যেই ৭৫ মাইক্রনের ক্যারিব্যাগ ব্যবহার করছিলেন।
কিন্তু পুরসভার নতুন নির্দেশে ১২০ মাইক্রোন ক্যারিব্যাগ ব্যবহারের কথা বলায়, তা নিয়েও ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। এদিন বালুরঘাট বড় বাজার এবং পাওয়ার হাউস দুটি বাজারেই ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন কাউন্সিলর সহ পুর কর্মীরা। এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে ফের আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।