নিউজ ডেস্ক ,২৩ই জানুয়ারিঃ আর হাতে গোনা ক’দিন বাদেই বাগদেবীর আরাধোনা। তাই ব্যস্ততা চরমে কুমোর পাড়া গুলোতে। কাঠামো সরস্বতী প্রতিমার দাম অত্যধিক বেড়ে যাওয়ায় ছাচের তৈরি সরস্বতীর ইদানিং কদর বেড়েছে। আর তাই বুনিয়াদপুর কইল পাল পাড়ার মৃৎশিল্পীরা ছাঁচের প্রতিমা তৈরি করছেন দিনরাত এক করে৷ বাড়তি লাভের আশায় পালপাড়ার পুরুষ, মহিলাদের সঙ্গে খুদে শিল্পীরাও মূর্তি তৈরিতে ব্যস্ত। বাজার ধরতে দিনরাত এক করে কাজ করে চলেছেন তারা। গত দু’মাস আগে থেকেই তারা এই কাজে হাত লাগিয়েছে। এবার ছোট, মাঝারি, বড় তিনটি উচ্চতার ৩৫০ টি ছাঁচের সরস্বতী প্রতিমা বানিয়েছে তারা। বড় ২০০ টাকা, মাঝারি ১২০ টাকা ও ছোট ৫০ টাকা দরে সরস্বতী প্রতিমা বিক্রি করছেন। রবিবার থেকে বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা ছাচের সরস্বতী নিয়ে গেছেন। কুশমন্ডি, বদলপুর, আমিনপুর , কুসকারী, পাথরঘাটা, দৌলতপুর থেকে ক্রেতারা এখানে আসেন প্রতিমা কিনতে। মঙ্গলবার সকাল পর্যন্ত চলবে এই পাইকারি বেচাকেনা। ওই দিন বিকেল থেকে অবশিষ্ট সরস্বতী গুলি বুনিয়াদপুর পীরতলায় খুচরো বিক্রয় করা হবে বলে জানা গেছে। এছাড়াও কইল পাল পাড়ার বিশ্বনাথ পাল, সনজিত পাল , উত্তম পাল প্রত্যেকেই কমবেশি ছাচের তৈরি সরস্বতী পাইকারি দামে বিক্রি করে আসছেন দীর্ঘদিন থেকে। মঙ্গলবার বিকেল থেকে প্রত্যেকেই ছাঁচের সরস্বতী নিয়ে খুচরো বিক্রয়ের জন্য বুনিয়াদপুর পীরতলায় হাজির হবেন।
আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
বাইক দুর্ঘটনায় মৃত ২ ,শোকের ছায়া এলাকায়
-
4 years ago
বিষ পান করে আত্মঘাতীর চেষ্টা যুবকের