নিউজ ডেস্ক , ১৪ জানুয়ারী : বালুরঘাটের ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু এলাকায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ শুক্রবার রাতে পাড়ার ক্লাবে স্থানীয় ও বহিরাগত একদল যুবক মাইক বাজিয়ে পিকনিক ও মদের আসর বসায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালুরঘাট থানার পুলিশ তা বন্ধ করে দেয়। আর এই ঘটনার পরেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনুশ্রী মোহান্তর বাড়িতে তারা হামলা চালায় বলে অভিযোগ। চলে ভাঙচুর। ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর অনুশ্রী মহন্ত। জানা গিয়েছে, ওই ক্লাবটি তৃণমূল পন্থী।
এই ঘটনার জেরে শনিবার সকালেও উত্তেজনা ছিল এলাকায়। এদিকে এই ঘটনার পর এলাকায় যান তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। গোটা ঘটনা খতিয়ে দেখেন তারা। তবে দলের গোষ্ঠীদ্বন্দের বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি। অভিযুক্তরা দলের কেউ নয় বলেও দাবি করেন তিনি। অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার কটাক্ষ করে বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ এমন জায়গায় পৌঁছেছে যে, কাউন্সিলরকেও নিজের দলের লোকেদের হাতে হামলার শিকার হতে হচ্ছে।