নিউজ ডেস্ক, ২৮ অক্টোবর : অবশেষে জামিন পেলেন বলিউড বাদশাহ শাহরুখ পুত্র আরিয়ান খান। উল্লেখ্য চলতি অক্টোবর মাসের প্রথমে মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামে ওই প্রমোদ তরীতে চলছিল রেভ পার্টি। সেখানে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। আরিয়ান খান-সহ ৮ জনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক।
এনসিবি সূত্রে খবর, অভিনেতা-পুত্র দাবি করেন, তাঁকে অতিথি হিসেবে ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর নাম করেই ডাকা হয় অন্যদের। এনসিবি-র দাবি, শার্ট ও প্যান্টের সেলাই ও মহিলাদের পার্সের হ্যান্ডলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। তারকা-পুত্রের লেন্স বক্সের মধ্যে মাদক মেলে। প্রমোদ তরীর রেভ পার্টি থেকে দিল্লির দুই ব্যবসায়ীর মেয়েকেও আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক আইনে রুজু হয় মামলা। প্রথমে আর্থার রোড জেলের কোয়ারেন্টাইন সেলে রাখা হয় আরিয়ানকে। পরে অন্য জেলে পাঠানো হয়। ছেলের গ্রেপ্তারির বেশ কয়েকদিন বাদে আর্থার রোড জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। প্রথমে আরিয়ানের জামিনের ভার তিনি দিয়েছিলেন আইনজীবী সতীশ মানেশিণ্ডেকে। কিন্তু পরে আইনজীবী বদল করা হয়। বুধবার বম্বে হাই কোর্টে আরিয়ানের পক্ষ থেকে সওয়াল করেন মুকুল রোহতগি। বুধবার শুনানি শুরু হওয়ার পর আরিয়ানের জামিনের বিরোধিতা করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অন্যদিকে শাহরুখপুত্রের মাদক যোগ কাণ্ডে এনসিবির অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে (Kiran Gosavi) গ্রেফতার করেছে পুণে পুলিশ। পুরনো একটি প্রতারণা মামলায় বুধবার রাতে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত। তোলাবাজির অভিযোগে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ছেলের গ্রেফতারে কার্যত লাটে উঠেছিল শাহরুখের ঘুম ও খাওয়া দাওয়া। বাতিল করতে হয়েছে একাধিক শ্যুটিংয়ের কাজ। অবশেষে গ্রেপ্তার হওয়ার ২৫ দিন পর আরিয়ানের জামিন মঞ্জুর হল। ছেলে জামিন পাওয়ায় স্বস্তিতে শাহরুখ পত্নিও গৌরীও৷