রায়গঞ্জ, ২ সেপ্টেম্বর : রাস্তা সংস্কারের দাবিতে সোনাবাড়িতে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।
জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মিরুয়াল মোড় থেকে হেমতাবাদের কমলাবাড়ি হাট লাগোয়া প্রায় তিন কিলো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকলেও রাস্তা সংস্কারের জন্য কেউ উদ্যোগ গ্রহন করেনি। এলাকাবাসীরা একাধিকবার জেলা প্রশাসন, পঞ্চায়েতের দারস্থ হলেও কাজের কাজ কিছুই হয় নি। সাধারন মানুষের এই দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা সোনাবাড়ি এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। গুরুত্বপূর্ন রাজ্য সড়ক অবরোধের ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগের মধ্যে পড়েন সাধারন মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার আই সি কৃষ্ণেন্দু দাস, ডিএসপি রিপন বল সহ বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসীরা।