মালদা, ২৫ জুন : শুক্রবার ফের অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত চীনা নাগরিককে মালদা জেলা আদালতে পেশ করলো স্পেশ্যাল টাস্ক ফোর্স। তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।উল্লেখ্য গত ১০ই জুন হান জুনওয়ে নামে ওই চীনা নাগরিককে কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত মিলিক সুলতানপুর এলাকা থেকে আটক করে বিএসএফ।
এরপরে তাকে তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। ঘটনার তদন্তে আসে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স। তার কাছ থেকে ল্যাপটপ, অনেকগুলি সিম, মোবাইল ফোন, তিনটি দেশের টাকা উদ্ধার করে তদন্তকারীরা সে কি উদ্দেশ্যে ভারতে এসছে কিংবা সে কোন অপরাধচক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দাকর্তারা।তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেফাজতে নেয় এসটিএফ। কলকাতায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।শুক্রবার ওই চীনা নাগরিককে ফের মালদা জেলা আদালতে পেশ করে এসটিএফ। হানের পক্ষের আইনজীবি তার জামিনের আর্জি জানালেও তা খারিজ করে বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। হানের আইনজীবি জ্ঞানেন্দ্র দেওয়ান জানান, হানের সঙ্গে কথা বলার জন্য জেলে গিয়ে তার সঙ্গে দেখা করবেন। যদিও হানের হয়ে মামলা লড়ার জন্য তাকে কারা নিয়োগ করেছেন সেই বিষয়ে মুখ খোলেননি তিনি। তবে জানা গেছে ভারতে হানের কোনও পরিচিত তাকে মামলা লড়ার আবেদন জানিয়েছিলেন।এদিকে হানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য প্রডাকশন ওয়ারেন্ট নিয়ে আবেদন জানাতে পারে উত্তরপ্রদেশ এটিএস। জানা গেছে উত্তরপ্রদেশে হানের বিরুদ্ধে ৪০৭ ও ৪০৮ ধারায় মামলার চার্জশিট বহুদিন আগেই জমা করেছে এটিএস। তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি রয়েছে সেখানে।
আরও খবর পড়ুন : মাদক কারবার বন্ধে পথ অবরোধে সামিল গ্রামবাসীরা