
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ২২ নভেম্বর : প্রতিবছরের মতো এবারেও পালিত হল রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠলীলা উৎসব৷ এই উৎসবের প্রচলন করেছিলেন প্রয়াত পণ্ডিত গোপাল চন্দ্র মণ্ডল। প্রতিবছর ছট পুজোরের পরদিন এই গোষ্ঠলীলা উৎসব আয়োজিত হয়। এবছর ৯৪ তম বর্ষে পড়ল গোষ্ঠলীলা উৎসব।
রবিবার দুপুরে রায়গঞ্জের বন্দরের গোপাল বান্ধব পাঠশালা চত্বর থেকে এই গোষ্ঠলীলা উৎসব শুরু হয়। এম জি রোড, ঘড়িমোড়, মোহনবাটি, শিলিগুড়ি মোড়, এল আই সি মোড়, নিশীথসরণী সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে গোষ্ঠ উৎসব। এই গোষ্ঠলীলা উৎসবের পেছনে রয়েছে কৌতুহলি জনশ্রুতি। জানা যায়, পণ্ডিত গোপাল চন্দ্র মণ্ডলের পরপর কয়েকটি সন্তান মারা যায়। এরপর পুত্র সন্তান লাভের আশায় ভগবান শ্রীকৃষ্ণর কাছে মানত করেন তিনি। পুত্র সন্তান লাভের মনকামনা পূরণ হওয়ায় রায়গঞ্জের বন্দর এলাকায় স্থানীয় অধিবাসীদের নিয়ে এই গোষ্ঠলীলা উৎসবের প্রচলন করেন তিনি। প্রথমদিকে এই উৎসবের আয়তন ছোটো হলেও সময়ের সাথে সাথে উন্মাদনা ছড়িয়ে পড়ে শহরবাসীর মধ্যে। এদিন সকালে গোষ্ঠলীলা উৎসব কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণ, বলরাম, জিউর বিগ্রহ সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে। শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলার নানান ঘটনা প্রদর্শিত হয় এই উৎসবে৷ তবে এবছর করোনা আবহের কারণে উৎসবের আয়তন ছোটো করা হয়েছে৷ এদিন এই গোষ্ঠলীলা উৎসব দেখার জন্য রাস্তার দু’ধারে বহু মানুষ ভিড় জমান। রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, স্থানীয় কাউন্সিলার চৈতালী ঘোষ সাহা সহ অন্যান্যরা এদিনের উৎসবে পা মেলান। অরিন্দমবাবু বলেন, গোষ্ঠলীলা উৎসব রায়গঞ্জবাসীর কাছে গর্ব। ঐতিহ্যের সঙ্গে প্রতিবছর পালিত হয়ে আসছে৷ এই উৎসবে সামিল হতে পেরে ভাল লাগছে। আগামীদিনে এই উৎসবের প্রাসঙ্গিকতা ও ধর্মীয় সংষ্কৃতিচর্চা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হবে৷
