নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৭নভেম্বর : পণের দাবীতে এক গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রামপঞ্চায়েতের বনগ্রা এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত ঐ গৃহবধূর নাম ত্রিফলা বর্মন। এই ঘটনায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।
উল্লেখ্য বছর দুয়েক আগে রায়গঞ্জ ব্লকের বনগ্রা এলাকার যুবক গোপাল বর্মনের বিয়ে হয় ত্রিফলা বর্মনের সঙ্গে। প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও পরে পণের দাবীতে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা ত্রিফলার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে বিষখাওয়ার পর তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রায়গঞ্জেরই একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। এখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃতার আত্মীয়রা। মৃত ঐ গৃহবধূর ভাই তপন বর্মন বলেন,” আমার বোনকে শ্বশুরবাড়ির সদস্যরা বিষ খাইয়ে মেরে ফেলেছে। দাবীমতো পণ দিতে নাপারাতেই আমার বোনকে খুন করা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি। দোষীদের কঠোর শাস্তি চাই। “অন্যদিকে মৃত গৃহবধূর শ্বশুর আনন্দ বর্মন বলেন,” ঘটনার সময় বাড়িতে ছিলাম না। কী ভাবে হয়েছে বলতে পারবো না। খুনের অভিযোগ ভিত্তিহীন। ” শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।