
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২১ নভেম্বর : ছট পুজো দেখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বন্দর শশ্মান কলোনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সাধু রায়। এদিন ছট পুজোর পর বেলা দেড়টা নাগাদ একজন নদীতে মাছ ধরতে গেলে তার মৃতদেহ নজরে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিভাবে জলে পড়ে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।
ছট পুজো দেখতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জের বন্দর শ্মশান কলোনি এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সাধু রায়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তার বাড়ি ইসলামপুরে হলেও বন্দর শ্মশান কলোনি এলাকাতে তার দিদির বাড়িতেই গত ছয় মাস ধরে মায়ের সঙ্গে থাকত ওই যুবক। প্রতিবছরের মতো এবারও বাড়িতে ছট পুজো হয়েছিল। শুক্রবার বিকেলে ছট পুজো দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘাটে গিয়েছিল সে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘাট থেকে ফিরে আসার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে নদীঘাট সহ বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার হদিস পাওয়া যায়নি ৷ শনিবার সকালেও খোঁজখবর করেন তারা কিন্তু তার কোন খোঁজই মিলেনি তার। এরপর দুপুর দেড়টা নাগাদ বন্দর শশ্মান ঘাটে মাছ ধরতে কয়েকজন যুবকের নজরে পড়ে ওই যুবকের মৃতদেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গর্ভনমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ এঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকাতে। কান্না ভেঙ্গে পড়েছে তার পরিবারের সদস্যরা। কিভাবে সে জলে পড়ে গেল তা স্পষ্ট জানা যায় নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছট পুজো উপলক্ষ্যে শুক্রবার বিকেলে পরিবারের সকলের সঙ্গে সাধু ঘাটে গিয়েছিল। দীর্ঘক্ষন বাঁধের উপরেই বসেছিল কিন্তু সন্ধ্যার পরে ঘাট থেকে তারা ফিরে আসার পর আর তাকে দেখা যায়নি। এরপর রাতে শ্মশান কলোনি এলাকায় খোঁজ-খবর করেও পাওয়া যায় নি তাকে। এরপর দুপুরে নদীতে মাছ ধরতে গেলে তার মৃতদেহ দেখতে পান এলাকার কয়েকজন যুবক। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকাতে। ছট পুজোর আনন্দ নিমেষে বদলে গেল শোকের আবহে।
