নিউজ ডেস্ক, ৫ জুলাই : ছেলের প্রাক্তন স্ত্রীকেই বিয়ে করল বাবা! এমনই হতবাক করার মতো ঘটনা ঘটল উত্তরপ্রদেশে।জানা যায়, উত্তরপ্রদেশের বদায়ু জেলার এক ব্যক্তি তাঁর পরিবার ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেছিলেন। এরপর বাবাকে বাড়ীতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠে ছেলে।
পেশায় সাফাইকর্মী ৪৮ বছরের ওই ব্যক্তি সংসারে টাকাপয়সা পাঠানোও বন্ধ করে দেন। এর পর তাঁর ঠিকানা জানতে তথ্যের অধিকার আইনে (আরটিআই) মামলা রুজু করেন যুবক।কিন্তু বাবাকে খুঁজতে গিয়ে যে এমন কাণ্ডের মুখোমুখি হতে হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি যুবক। কারণ, শুধু বাবাই নয়। তাঁর সঙ্গে খোঁজ পেলেন নিজের প্রাক্তন স্ত্রীর। ওই মহিলা এখন আর শুধু তাঁর প্রাক্তন স্ত্রীই নন। তিনি যুবকের সৎ মাও বটে। বাবা এবং সৎ মায়ের বছর দুয়েকের একটি সন্তানও রয়েছে। যে তার সম্পর্কে ভাই। বাবার নতুন সংসার দেখে চোখ কপালে ওঠার জোগাড় যুবকের।জানা যায়, ওই যুবক ২০১৬ সালে একটি মেয়ের সঙ্গে বিয়ে করেন, সেই সময় তাঁরা উভয়ই অপ্রাপ্তবয়স্ক ছিলেন। ৬ মাস পর তারা আলাদা হয়ে যায়। যদিও ওই যুবক পুর্নমিলনের চেষ্টা করেছিলেন কিন্তু মেয়েটি জানায় যে তার স্বামী মদ্যপ এবং বিচ্ছেদের দাবি করে। ছেলে যখন এটা পাকাপাকিভাবে জানতে পারেন যে তাঁর বাবা তাঁরই প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন তখন তিনি বিসাউলি পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন এবং বাবা-ছেলে উভয়কেই ৩ জুলাই শনিবার আলোচনার জন্য ডাকা হয়।সার্কেল অফিসার বিনয় চৌহান জানিয়েছেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে।”ইতিমধ্যে, যে মেয়েটি এখন তার প্রাক্তন স্বামীর ‘মা’, তার কাছে ফিরে আসতে অস্বীকার করেছে এবং বলেছে যে তিনি তার দ্বিতীয় স্বামীর সাথে খুব খুশি ছিলেন।সার্কেল অফিসার বলেন, “দু’জনই নাবালক হওয়ার সময় আমাদের প্রথম বিয়ের কোনও দলিল দেওয়া হয়নি। এখন পর্যন্ত মামলা দায়ের করা যাবে না। উভয় পক্ষই পরবর্তী অধিবেশনটির জন্য নোটিশ পাবেন।”