
নিউজ ডেস্ক, ৬ জুলাই : করোনা অতিমারি পরিস্থিতিতে যখন কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ, তখন ৬ হাজারের অধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীরা সরাসরি অনলাইনে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
মঙ্গলবার থেকে করা যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই ২০২১। এসবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৬১০০ শূন্যপদে নিয়োগ করা হবে।
যোগ্যতাঃ
যে কোনো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।
৩১ অক্টোবরের মধ্যে ন্যূনতম বয়স ২০ বছর, সর্বাধিক বয়স হতে হবে ২৮ বছর।
সরকারের নিয়ম মেনে তফশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির বয়সের ক্ষেত্রে যথারীতি নিয়ন অনুযায়ী ছাড় দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া-
দুটি ধাপে পরীক্ষা হবে। প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে স্থানীয় ভাষায় পরীক্ষা হবে।
লিখিত পরীক্ষা পাশ করলেই তবেই স্থানীয় ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।
হিন্দি এবং ইংরাজি দুটি ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র আসবে।
ভুল উত্তরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে।
একেকটি ভুল উত্তরের ক্ষেত্রে এক চতুর্থাংশ নম্বর কাটা হবে।
সম্ভবত অগাস্ট মাসে এই পরীক্ষা হতে পারে।
আবেদন ফি-
সাধারণ, অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য আবেদন ফি ৩০০ টাকা।
তফশিলি জাতি উপজাতির চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি দিতে হবে না।
