নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১ জুন : রায়গঞ্জ আরসিটিভি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল মঙ্গলবার। এদিন বিকেলে রায়গঞ্জের তুলসী পাড়ায় অবস্থিত আরসিটিভি প্রাইভেট লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অত্যাধুনিক ভলভো গাড়িতে এই মোবাইল রক্তদান শিবিরে সংস্থার অনেকেই বর্তমান এই অতিমারি পরিস্থিতিতে রক্তের সংকট মেটানোর উদ্দেশ্যে স্বেচ্ছায় তাদের রক্ত দান করেন। আরসিটিভি প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার অমিত সরকার বলেন, কোভিড পরিস্থিতিতে গোটা দেশের সাথে আমাদের রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা তথা রায়গঞ্জেও রক্ত সংকট চলছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়ে আবেদন জানিয়েছিল। আমরা সেই আবেদনে সাড়া দিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র। বর্তমানের উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে প্রয়োজনে কোনো রোগীর যাতে রক্ত পেতে অসুবিধা না হয় সেজন্যই আমাদের পরিবারের পক্ষ থেকে সম্মিলিত ভাবে এই প্রচেষ্টা করা হয়েছে।