
নিউজ ডেস্ক, ১২ জুলাই : বাজ পড়ে দেশের তিন রাজ্যে মৃত্যু হয়েছে ৬৮ জনের। রাজস্থানে বজ্রপাতে মৃত্যু হল ২০ জনের। এছাড়া উত্তরপ্রদেশে ৪১ এবং মধ্যপ্রদেশে সাতজনের মৃত্যু হয়। রবিবার রাজস্থানের জয়পুরের আমের ওয়াচ টাওয়ার গিয়েছিলেন বেশ কয়েকজন। ঠিক সেই সময় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়।
৩০ মিনিটের মধ্যে প্রবল শব্দে দু’টি বাজ (Lightning) পড়ে এলাকায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই সময় বেশ কয়েকজন সেলফি তুলছিলেন। বজ্রাঘাতে ওই ওয়াচ টাওয়ারে থাকা ১১ জনের মৃত্যু হয়। এছাড়া কোটা এলাকায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। ঢোলপুরের বাদিতে বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে তিনজনের। জখম হয়েছেন অন্তত ১৭ জন। তাঁরা প্রত্যেকেই জয়পুরের হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই সাহায্য দেওয়া হবে। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।পাশাপাশি রাজস্থানে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের।
আরও খবর পড়ুন : সাত বছরের ছেলেকে মেরে ফাঁসিতে ঝোলানোর অভিযোগ, ধৃত সৎ মা, পলাতক বাবা
