আর সি টিভি সংবাদ , ৬ মার্চ :কোচবিহারের মাথাভাঙ্গা ও জামালদহ রাজ্য সড়কের পাল পাড়া ও পাইকেরটারির মাঝামাঝি এলাকায় রবিবার মাঝরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। এক কিশোরী ও তিন জন মহিলার মৃত্যু হয়েছে। জখম দুই জন বালক।
আরও পড়ুন –শেষ মুহূর্তে বসন্ত উৎসবের মহড়া শহরে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়েছে। তাদেরকে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর আরও দুইজন মহিলার মৃত্যু হয় । মৃত ও আহত প্রত্যেকের বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের ভোগরামগুড়ি গ্রামের ধরণীরবাড়ি এলাকায়।আহতদের উদ্দার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে মাথাভাঙা ও মেখলিগঞ্জ থানার পুলিশ পৌঁছায়।জানা গেছে ভোগরামগুরির সরকারের বাড়িতে নামসংকীর্তনের আসর থেকে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন তারা ।
আরও পড়ুন –কৌস্তভ ইস্যুতে থানা ঘেরাও কংগ্রেসের
মাত্র এক কিলোমিটার এগোলেই সকলেই বাড়ি ফিরতে পারতেন। কিন্তু রাস্তাতেই পিছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে টোটোটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক।স্থানীয় বাসিন্দারা জনিয়েছেন টোটোকে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আহত দের প্রথমে জামালদহ হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে, এরপর, জলপাইগুড়িতে রেফার করা হয়েছে।একেই সাথে এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারে লোকেরা।তীব্র শোকের ছায়া নেমে এসেছে ধরনীবাড়ী গ্রামে।