নিউজ ডেস্ক, ১০ জুলাই : ছেলেকে বাঁচিয়ে বিষধর সাপের ছোবলে মৃত্যুবরণ করলেন মা নিজে। ঘটনাটি ঘটেছে ওড়িশার জয়পুর জেলার দেউলাবাদ গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই মহিলার নাম প্রিয়দর্শিনী রাউত। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে প্রতিদিনের মতো বাড়িতে তার আড়াই বছরের ছেলেকে ঘুম পাড়াচ্ছিলেন তিনি।
সেই সময় আচমকা একটি বিষধর সাপ ঢুকে যায় ঘরের ভেতরে। ছেলেকে কামড়াতে গেলে কোনো মতে তাকে সরিয়ে নেন তিনি। কিন্তু এরপরই সাপটি ওই মহিলার ডান হাতে ছোবল মারে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি প্রিয়দর্শিনী রাউতকে উদ্ধার করে জয়পুরের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এবিষয়ে পুলিশ আধিকারিক মানস রঞ্জন চক্র জানিয়েছেন এঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের পর শুক্রবার পরিবার পরিজনের হাতে মৃত মহিলার দেহ তুলে দেওয়া হয়। খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। পাড়া প্রতিবেশিরা মিলে ওই সাপটিকে ধরার ব্যবস্থা করেন। সাপুড়ে ডেকে সাপটিকে ধরে নিয়ে যাওয়া হয়।