নিউজ ডেস্ক, ১৩ জুলাই : ভোটে জিতে দল বদল করা রুখতে বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি দলবদলু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে লোকসভার অধ্যক্ষ (Lok Sabha Speaker) ওম বিড়লা নিদিষ্ট সময়সীমার মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মন্তব্য করেছেন। আর এনিয়ে তৈরি হয়েছে জল্পনা।
তাহলে কি দল বদল বিরোধী বিল আনতে চলেছে সরকার? জানা গিয়েছে আগামী ১৯ ই জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ ই আগস্ট পর্যন্ত। সংসদের দুই কক্ষেই সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত চলবে অধিবেশন। এবিষয়ে ১৮ ই জুলাই সর্বদল বৈঠক ডেকেছেন লোকসভার অধ্যক্ষ। অধিবেশনে সাংসদ, সংসদের কর্মী এবং সংবাদমাধ্যমের সমস্ত কর্মীদের কোভিড প্রোটোকল মানতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে বিজেপির (BJP) অন্দরে আলোচনা হয়েছে কি না তা অবশ্য জানা যায় নি। তবে সংসদ চত্বরে প্রবেশের ক্ষেত্রে আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা বাধ্যতামূলক করা হয়নি। করোনা টিকার একটি ডোজ নেওয়া থাকলেই বিনা পরীক্ষায় প্রবেশাধিকার মিলবে। তবে, যাঁরা এখনও পর্যন্ত টিকার একটি ডোজও নেননি, তাদের জন্য আরটি—পিসিআর পরীক্ষা আবশ্যিক বলে জানা গিয়েছে।
আরও খবর পড়ুন : কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট