ডালখোলা, ১২ জুলাই : উত্তর দিনাজপুরের ডালখোলায় ছেলেকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ সৎ মা ও বাবার বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ অভিযোগের ভিত্তিতে সৎ মা কুলসুমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।
পারিবারিক বিবাদের জেরে সাত বছরের ছেলেকে শ্বাসরোধ করে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল সৎ মা ও বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাজার গাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চোপড়া বাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুটির নাম আবুল কালাম(৭)। জানা গিয়েছে বাবা ফিরোজ আলী দুই স্ত্রী। প্রথম স্ত্রীর নাম নাজিমা খাতুন। দ্বিতীয় স্ত্রী কুলসুমা খাতুন। আবুল কালাম প্রথমপক্ষের স্ত্রীর সন্তান। দুটি বিয়ে থাকলেও সংসারে তেমন অশান্তি হত না। কিন্তু রবিবার দুপুরে ওই শিশুকে শ্বাসরোধ করে মেরে রান্না ঘরে কাড়ির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার দুপুরে শিশুটির দেহের ময়না তদন্ত হয়। সেখানে দাঁড়িয়ে দাদু আব্দুল কুদ্দুস আনসারি বলেন, সংসারে কোনো অশান্তি বা গণ্ডগোল কিছুই ছিল না৷ কিন্তু নাতিকে শ্বাসরোধ করে মেরে বাবা ও সৎ মা ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। এদিকে ঘটনার তদন্তে নেমে সৎ মা কুলসুমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বাবা পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও খবর পড়ুন : স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ৩, কড়া নিরাপত্তায় তোলা হল আদালতে