নিউজ ডেস্ক, ১৬ জুলাই : করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সতর্কবার্তা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এই পরিস্থিতিতে যখন কোভিড বিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহাররের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা, তখন কোভিড বিধি নিয়ে উলটো চিত্র দেখা গেল উত্তরাখণ্ডে (Uttarakhand)।
রীতিমতো এক মন্ত্রীর পায়ের পাতায় ঝুলতে দেখা গেল মাস্ক! জানা গিয়েছে উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী সুবোধ উনিয়াল বৈঠক করছিলেন কয়েকজনের সঙ্গে। সেই বৈঠকে হরিদ্বারের বিধায়ক ও মন্তী জাতিস্মরানন্দ উপস্থিত ছিলেন। কিন্তু মুখের বদলে তার পায়ের পাতায় ঝুলছে মাস্ক। উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ মন্তীর এমন কাণ্ড কারখানায় দেখা দিয়েছে বিতর্ক। অন্যদিকে উত্তরাখণ্ডে ট্যুরিস্টদের মাত্রাতিরিক্ত ভিড় এই পরিস্থিতিতে নতুন করে কোনো ধর্মীয় অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সকলকেই কোভিড মেনে চলার বার্তা দিয়েছেন তিনি৷ ফলে মন্ত্রীরাই যদি কোভিড নিয়ম না মেনে চলেন তার কী বার্তা যাবে সমাজে তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও খবর পড়ুন : রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের