উত্তর প্রদেশে দেড় হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করে নির্বাচনের দামামা বাজালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, ১৫ জুলাই : আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন৷ তার আগে কল্পতরু কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার প্রায় দেড় হাজার কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাসের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করতে নিজের লোকসভা ক্ষেত্র বারাণসীতে গিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লোকসভা কেন্দ্র বারাণসীর জন্য দেড় হাজার কোটি টাকার নতুন প্রকল্পের ঘোষণা করলেন তিনি। সঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধনও করলেন। যোগী সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় যোগী সরকার অতুলনীয় কাজ করেছে। সবচেয়ে জনবহুল রাজ্য হয়েও দেশের মধ্যে সবচেয়ে বেশি কোভিড পরীক্ষা করেছে উত্তরপ্রদেশে। সবচেয়ে বেশি মানুষের টিকাকরণও করেছে এই রাজ্য।” চিকিৎসা ব্যবস্থার উন্নতি, মেডিক্যাল অক্সিজেনের ব্যবস্থা নিয়েও যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুথ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বছর উত্তর প্রদেশে ভোট রয়েছে। ফলে এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। উলটো দিকে যোগী সরকারের বিরুদ্ধে কোভিড পরিস্থিতি সহ অন্যান্য ইস্যুতে ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দল গুলি৷ ফলে ভোটের আগে এনিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

Next Post

মিশন ২০২৪, দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Thu Jul 15 , 2021
নিউজ ডেস্ক, ১৫ জুলাই : সদ্য বিধানসভা নির্বাচনে বড় জয় এসেছে তৃণমূল কংগ্রেসের৷ তৃতীয়বার ক্ষমতায় এসে এখন পাখির চোখ দিল্লি। আগামী ২০২৪ লোকসভা ভোটে সেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল। বিজেপিকে যে কায়দায় রাজ্যে কুপোকাত করা হয়েছে তাতে উজ্জীবিত তৃণমূলের নেতা কর্মীরা৷ ফলে জাতীয়স্তরের রাজনীতিতে গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়ে পড়ছে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম