
নিউজ ডেস্ক, ১৬ জুলাই : পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৯ আগস্ট রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর আসনে ভোট হবে। বিজ্ঞপ্তি নিয়ে জানাল কমিশন। গত ফেব্রুয়ারি মাসে দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) সংসদে দাঁড়িয়ে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই আসনটি শূন্য হয়।
আগামী ৯ ই আগস্ট উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুলাই।জানা গিয়েছে গত ১২ ফেব্রুয়ারি, সংসদের অধিবেশন চলাকালীন রাজ্যসভায় (Rajya Sabha) দাঁড়িয়ে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, দলে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না, দমবন্ধ হয়ে আসছে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। ফলে রাজ্যসভায় তৃণমূলের ওই আসনটি খালি হয়ে যায়। পাশাপাশি মানস ভুঁইঞাও একুশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ফলে রাজ্যসভায় তৃণমূলের মোট ২ টি আসন এই মুহূর্তে শূন্য। সেই শূন্যস্থান পূরণের জন্য দ্রুত উপনির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লি গিয়ে কমিশনের কর্তাদের সঙ্গে সাক্ষাৎও করেছেন তৃণমূল নেতৃত্ব। এরপর শুক্রবারই রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন (By election) দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন।
