নিউজ ডেস্ক : আবারও পথে নামলেন চিকিৎসকেরা।আরজিকর মেডিক্যাল কলেজে ট্রেনি চিকিৎসক তরুনীকে ধর্ষন করে খুনের ঘটনার প্রতিবাদে সোচ্চার গোটা বিশ্ব। আরজিকরের সামবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা।আরজিকর মামলা পৌছে গিয়েছে সুপ্রিম কোর্টে।এতদিন যে ককলকাতা পুলিশ ছিল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায়।সুপ্রিম কোর্টের নির্দেশে এবার সেই মেডিক্যাল কলেজের নিরাপত্তায় মোতায়ন কেন্দ্রীয় বাহিনী।
আরও দেখুন – আরজিকর কান্ডে তদন্ত শুরু সিবিআইয়ের
বুধবার যখন আরজিকরের নিরাপত্তায় কিভাবে মোতায়ন থাকবে আধা সেনা।সিআইএসএফের উচ্চপদস্থ কর্তারা যখন আরজিকরের সেই ব্লুপ্রিন্ট তৈরী করছেন তখন আরজিকর ও অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, নার্সিং স্টাফেরা সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করে নির্যাতিতা মৃতা ট্রেনি চিকিৎসক তরুনী খুনের বিচার চাই স্লোগান তুললেন।এদিন সিজিও কমপ্লেক্স থেকে সেই মিছিল যায় স্বাস্থ্য ভবন।আরজিকরের বর্তমান অধ্যক্ষ সহৃদা পাল আরজিকর যাওয়া বন্ধ করেছেন পরিবর্তে স্বাস্থ্যভবনে বসে চালাচ্ছে আরজিকরের প্রশাসনিক কাজ।এদিন আরজিকরের নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজে ফেরানোর দাবিতে এবং ট্রেনি চিকিৎসক খুনের বিচারের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেন চিকিৎসকেরা।পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নানা দূর্নীতি যোগ নিয়েজ এদিন সরব হন চিকিৎসকেরা।