আর জি কর ঘটনার প্রতিবাদ করায় ডি এস ওকে মারধরের অভিযোগ

নিউজঃ আর জি কর ঘটনার প্রতিবাদ জানানো নিয়ে সংঘর্ষে জড়াল বালুরঘাট কলেজের দুই ছাত্র সংগঠন। শুক্রবার বালুরঘাট কলেজের গেটের সামনে আর জি করের ঘটনার প্রতিবাদে ক্যাম্পেনিং করে সাধারণ ছাত্রদের স‌ই সংগ্রহ করছিল ডি এস ও। অভিযোগ, সেসময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের বাধা দেয় । এমনকি মারধর করে ভিএস‌ও সমর্থক ছাত্রদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে৷

আরোও পড়ুন – অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে টিকটিকি! বিক্ষোভ

পালটা ডি এস ওর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে টিএমসিপি৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। এআইডিএস‌ও ছাত্র নেতা তড়িৎ বসাক জানান, আর জি কর নিয়ে আন্দোলন করা ছাত্রদের মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিট সাধারণ সম্পাদক দেবজিৎ দে।

Next Post

সদ্যজাত শিশুর দেহ খুবলে খেল কুকুর , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Sun Nov 10 , 2024
শিলিগুড়িতে সদ্যজাত শিশুর দেহ খুবলে খেল কুকুর , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানঘাট এলাকায় । শ্মশানঘাট থেকে সদ্যজাত শিশুর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে ।জানা গিয়েছে, আজ সকালে শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কিরণচন্দ্র শ্মশানঘাটের ভেতর একটি জলের ট্যাঙ্কের পাশে সদ্যজাত শিশুর মাথা […]

আপনার পছন্দের সংবাদ